সেদিন ফিজিক্স ডিপার্টমেন্টে একজন সিনিয়র শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে বিনা
কারণে খুবই খারাপ ব্যবহার পেয়ে ফিরে আসার পর মনের কষ্ট থেকে একটি লেখা লিখে
ফেসবুকে দেই। লেখাটি ডিপার্টমেন্টের ছাত্র-শিক্ষকদের কমন প্ল্যাটফর্ম
'ফিজিক্স ডিইউ' গ্রুপেও দেই। কাল থেকে সেই পোস্টটি খুঁজে পাওয়া যাচ্ছিল না।
খোঁজ নিলে অ্যাডমিনদেরই একজন জানালেন, বিভাগের বড় ভাই বর্তমানে ব্যাংকার ও
জনপ্রিয় লেখক রাসায়াত রহমান জিকো ভাই নাকি পোস্টটা ডিলিট দিয়েছেন। গ্রুপের
অ্যাডমিন প্যানেলের থেকে এই কথার প্রমাণটাও পাওয়া গেছে। অথচ জিকো ভাইকে
খুঁজে বের করে জানতে চাইলে তিনি অস্বীকার করলেন এবং বিশেষ সেই শিক্ষকের
সম্পর্কেও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি প্রথমে এই ব্যাপারে কিছুই
জানেন না বলে মন্তব্য করেন। এমনকি ফেসবুকের গ্রুপ সেটিঙ্গস নিয়ে ঘাঁটাঘাঁটি
করারও সময় নেই বা খুব একটা জানেন না বলে জানান। পরে এক পর্যায়ে তিনিই আবার
গ্রুপে গিয়ে পোস্টটির ডিলিট হিস্টোরিতে গিয়ে 'আনডু' করে পোস্টটি গ্রুপে
ফিরিয়ে আনেন। তাঁকে ধন্যবাদ।
যেহেতু সবাই প্রমাণ চায়, তাই বাধ্য হয়ে
ইনবক্সের স্ক্রিণশট দিতে হলো। এজন্য আমি সবার নিকট ক্ষমাপ্রার্থী।
বিস্তারিত নিচে দেওয়া গেলোঃ প্রথমদিনের পোস্টের লিংক (Click here)
দ্বিতীয় ও শেষ পোস্টের লিংকঃ (click here)
Physics DU গ্রুপের অ্যাডমিন লিস্টঃ
জিকো ভাই যে আমার পোস্ট গ্রুপ থেকে মুছে দিয়েছেন, তাঁর প্রমাণঃ
অতঃপর জনপ্রিয় লেখক ও শ্রদ্ধেয় বড় ভাই জিকো ভাইয়ের বিষয়টি অস্বীকার করা এবং মূল্যবান মন্তব্য প্রদানঃ
No comments:
Post a Comment