তোমার হাতটা দেবে?
ছুঁয়ে শিহরণ নেব ।
বিনিদ্র রজনীগুলো কাটিয়েছি একা জেগে;
কত অজস্র বেদনার জ্বালা সয়ে,
অপেক্ষায় থেকেছি শুধু একটি ভোরের!
এখন ভোরের আলোতে
আমি ক্লান্ত, তৃষ্ণার্ত প্রাণ--
মিষ্টি রোদ আমার ভালো লাগে না,
পাখির কলকাকলি আমায় টানে না।
এত আলো দিয়ে করবো কি আমি?
কেন উঠলো হতচ্ছাড়া সূর্যটা?
ঘুমিয়ে থাকলে কি এমন ক্ষতি হতো ওর?
বিরক্ত চোখে তাকাই সূর্যের দিকে
আধবোজা চোখে পিট পিট করে;
রাতের আধারই ভালো ছিল বেশ
কেমন শান্ত আর নীরব ছিল!
ভোর মানেই তো নতুন দিন
ব্যস্ততা আর নতুন কিছু দায়িত্ব,
কাজ হাতে নিয়ে দৌড়ে বেড়ানো
আমার ভালো লাগে না!
তোমার আচলখানি দেবে?
কপালের ঘাম মুছে, দেবে কোলখানি?
কতরাত ঘুমাই না আমি,
কত অজস্র জ্বালা গেছি সয়ে!
- দেব দুলাল গুহ (দেবু ফরিদী)
২১/১১/২০১২
(ভোর ৭ টা)
No comments:
Post a Comment